কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাঙ্গলকোট বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!


নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট সরকারি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনসহ জেলা নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সমাবেশে মিলিত হয়।

পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ছোট নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মাইন উদ্দিন বাহার, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দুলাল, উপজেলা বিএনপি নেতা আল মামুন, সাবেক ছাত্রদল সভাপতি সালে আহমেদ সালে, সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী, পৌর বিএনপি নেতা মাইনুদ্দিন মিঠুসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি ও মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কমু, যুবনেতা ফরহাদ হোসেন, ছাত্রনেতা শহিদুল ইসলাম ও মাহফুজুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়ার সমালোচনা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা নেতৃবৃন্দের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে নাঙ্গলকোটের রাজনীতি থেকে বয়কট করা হবে বলে হুঁশিয়ারি দেন।