কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।

তিনি আরো জানান, জব্দ মালামালের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দ মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এই কর্মকর্তা জানান।