নাঙ্গলকোট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট আল্ট্রা মর্ডাণ হাসপাতাল এলাকা থেকে আনন্দ র্যালি শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, আরিফুল আলম নোমান, মক্রবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, লায়ন ইলিয়াস মজুমদার, শহিদুল ইসলাম ভূঁইয়া, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মানিক মজুমদার, পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, মৌকরা ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, ঢালুয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মমিন সওদাগর, সাধারণ সম্পাদক পেয়ার আলম, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খাঁন, সাধারণ সম্পাদক আইয়ুব বাঙ্গালী, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, দৌলখাঁড় ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুমন, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার আব্দুস সাত্তার স্বপন, হেসাখাল ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ খাঁন, সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মানিক, উপজেলা শ্রমিক দল সভাপতি সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মৎসজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিন, মহিলা দল সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা, জাসাস সভাপতি জসিম উদ্দিন মজুমদার প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।