কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, দম্পতি আটক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন তাঁর মেয়ে রৌশন আরাকে কামাল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দানপত্র করে দেন। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে কামাল হোসেন জমিতে চাষাবাদ করতে গেলে তাঁর বড় ভাই রবিউল ও রবিউলের স্ত্রী রেহানা বাঁধা দেন। এ সময় কামাল ও তার শ্বশুর জাকির হোসেন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

কিছুক্ষণ পর জাকির হোসেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মেয়ে রৌশন আরা অভিযোগ করেন, তাঁর বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পেটানো হয়েছে এবং অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন, “দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধ চলছে। প্রায় ১৫-২০ বছর ধরে আমরা জমিটি চাষ করে আসছি।

মঙ্গলবার রাতে জমিতে হাল চাষ করতে গেলে চাচা কামাল হোসেন ও তাঁর শ্বশুর জাকির হোসেন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ও কামাল আমার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি থামায়। এরপর শুনি জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এখন আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”