কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানরের আঁচড়ে কুবিতে আহত ৭

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের খামচিতে শিক্ষকসহ ৬ জন শিক্ষার্থী আহত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন।

হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক বলেন, ‘সকালে মিড দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম দত্ত হল থেকে। এক পর্যায়ে খামচি দিয়ে দেয়, হালকা ব্লিডিং হয়।’

ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমরা সাতজনকে রিসিভ করেছি এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছি। জলাতঙ্ক হওয়ার আশংকা করে আমরা আহতদেরকে সদর হাসপাতালে রেফারেন্স করেছি।’

প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন বলেন, ‘আমাদের একজন স্টাফকে বানর আঁচড় কেটেছে। আমরা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে অবগত করেছি। উনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার সহিত বানরটাকে সরিয়ে নিবেন। আঁচড় খাওয়া স্টাফকে আমরা বলেছি যথাযথ মেডিকেল সাপোর্ট নিতে। শিক্ষার্থীদেরকে আঁচড় কাটার কথা শুনিনি।’

উল্লেখ্য, বানরটির র‍্যাবিস থাকতে পারে বলে আশংকা করেছেন। ফলে বানরের আঁচড়ে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে।