কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১৯২ বোতল স্কাফসহ ২ জন আটক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুলর্ভপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯২ বোতল স্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের দুর্লভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়িরা হলেন, কুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোঃ মোকতল হোসেন এর ছেলে মোঃ ওয়াসিম মিয়া (৩৫) এবং একই গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে মোঃ সুমন (২৯)।

আটক হওয়া আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।