কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-সিলেট সড়ক সংস্কার ও ৪ লেনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৭, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯টি পয়েন্টে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিক্ষোভ চলাকালীন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। একই সঙ্গে দীর্ঘদিনের খানাখন্দ ও ভাঙাচোরা সড়ক সংস্কার না করায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, খুব শিগগির সড়ক সংস্কারকাজ শুরু হবে। এলাকাবাসী আশ্বস্ত হয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এক ঘণ্টার যানজট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।