কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় মাছের ড্রামের ভেতর মিলল ২০ কেজি গাঁজা, পিকআপ ভ্যানচালক আটক

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় মাছের ড্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ সুজন (২০) নামের এক পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন (২০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার কাঠপট্টি এলাকার সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

অভিযানের এক পর্যায়ে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভ্যানটির চালক সুজন। পরে তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। ওই সময় মাছ বহনের ড্রামে তল্লাশি চালিয়ে ৮টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত সুজনসহ পিকআপটি জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া সুজনের বিরুদ্ধে আরো দুইটি মামলা রয়েছে।’