কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ছয়ঘড়িয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল নিহত হন।

এ দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে। তারপর থেকে ধীর গতিতে যান চলাচল শুরু করে। দুপুর ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।’