কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার শিকার কুবির লাল বাস, আহত ৪

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ভাড়ায় চালিত ৪ নম্বর বাস পদুয়ার বাজার যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল বাসটি। বেলতলি বিশ্বরোডের ইউটার্নে ঢোকার সময় একই অভিমুখী একটি ট্রাক এসে বাসের সামনের অংশে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা যায়, ট্রাকটিকে তাড়া করা হলেও ধরা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুককে কুমিল্লার মাতৃছায়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন দুর্ঘটনার অভিজ্ঞতা ফেসবুকে বর্ণনা করে লিখেছেন, ‘এমনিতেই বাসের ফিটনেস নেই, তার ওপর দরজায় ঝুলে ঝুলে আসতে হয়। আমি দরজায় ছিলাম। বেলতলি বিশ্বরোডে ইউটার্ন নেওয়ার সময় একটা ট্রাক বাসের সামনের অংশে ধাক্কা দেয়। আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়তো আমার গায়ের ওপর দিয়েই যেত। বাসের গ্রিপ না থাকলে হয়তো ট্রাক বা বাসের নিচে চাপা পড়তাম।’

আশিক আলম নামে আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে “মুড়ির টিন” আখ্যা দিয়ে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার পরও কি প্রশাসনের টনক নড়বে?’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, “আজ যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটত তাহলে ফিটনেসবিহীন এই পুরোনো বাসের দায় এড়াতে পারত না প্রশাসন। অবিলম্বে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে বাস সংস্থার কাজ সম্পন্ন করা প্রয়োজন।”

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মূলত সরকারের পক্ষ থেকে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় এই বাসগুলো পরিবর্তন করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের নিরাপদ ও সঠিক সেবা দেওয়ার জন্য আমরা বাস সংস্থার ওপর চাপ দিচ্ছি। এ বিষয়ে আগামী বুধবার তাদের আবারও ডাকা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষেপে বলেন, ‘এ বিষয়ে পরিবহন পুলের উত্তরই আমার উত্তর।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিবো। আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না।’