কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২২, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম প্রাইভেটকারে থাকা একই পরিবারের এক নারীসহ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুপুর ২টায় চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।