কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যারা চাঁদাবাজি-দখলবাজি করছেন, আপনারা শুধরে যান: এনসিপি নেতা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৬, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হোছাইন, তিতাস:

কুমিল্লা তিতাস উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার বলেছেন,যারা চাঁদাবাজি, দখলবাজি,ঘুষ খেয়ে বিচার বাণিজ্য ও মাদকের সাথে যুক্ত রয়েছেন দয়া করে আপনারা শুধরে যান, সংশোধিত হয়ে যান। নইলে হোমনা-তিতাস উপজেলার ছাত্র জনতা কে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করতে সর্বশক্তি প্রয়োগ করব। তিতাস ও হোমনা থেকে আপনাদেরকে উৎখাত করে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবো ইনশাআল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) সকালে তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলার বাতাকান্দি বাজারস্থ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাঈদ আহমেদ সরকার বলেন,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসন থেকে আমি এনসিপি’র প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করতে চাই। আমার দল এনসিপির পক্ষ থেকে উক্ত আসনে আমি মনোনয়ন লাভ করে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, তিতাস-হোমনার জনসাধারণকে আমি বলতে চাই,আমরা তিতাস-হোমনা উপজেলাকে চাঁদাবাজ,সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত দুটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে কেউ কারো উপর কোন অন্যায় করবে না,জুলুম করবে না,টাকা খেয়ে কোন বিচার বাণিজ্য হবে না। আমাদের প্রিয় দল এনসিপি’র কোন নেতাকর্মী যদি চাঁদাবাজি,দখলবাজি, টাকা খেয়ে বিচার বাণিজ্য,দুর্নীতি কিংবা মানুষের উপর জুলুম করার কোন প্রমাণ পাওয়া যায়। আমরা সাথে সাথে উক্ত নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে প্রশাসনের সহায়তায় আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক বিচার করবো ইনশাআল্লাহ।
এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স কাউকে ছাড় দেবো না।

এনসিপির এ নেতা আরও বলেন,তিতাস ও হোমনার জনসাধারণ শান্তি চায়,তারা প্রত্যেকেই প্রত্যেকের সম্মান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। আমরা জনসাধারণের এই প্রত্যাশাকে পূরণ করব। যারা এর বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুমড়ে-মুচড়ে প্রতিহত করব ইনশাআল্লাহ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) হোমনা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার,তিতাস উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ লুৎফর রহমান,মামুনুর রশিদ,হোমনা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ স্বাধীন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য রুহুল আমিন সরকার,মহিলা ইউনিটের প্রধান নাদিয়া আক্তার সোমা প্রমুখ।