কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জুলাই অভ্যুত্থান’ প্রথম রক্তাক্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়; কেন্দ্রীয় শিবির নেতা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ১৪, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আজ অনুষ্ঠিত হয়েছে “নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”।  এই অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘জুলাই অভ্যূত্থানে প্রথম ক্র‍্যাকডাউনের শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অদূরেই সপ্নচূড়া রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর (মোহাম্মদ) হায়দার আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন এবং কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজাহারুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাখার সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘আপনারা জানেন সারা বাংলাদেশে প্রথম ক্র‍্যাকডাউনের শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েই প্রথম পুলিশি হামলা চালানো হয়। যার ধরুন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলন স্ফুরিত হয়। জুলাই অভ্যূত্থানে যেই বিশ্ববিদ্যালয়ের এতো বড় অবদান সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জ্ঞানগত জায়গা আরও বেশি শাণিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি ভাষার উপর দক্ষতা অর্জন করতে না পারি তাহলে হিন্দুত্ববাদের আধিপত্যের পেটে আমাদেরকে হারিয়ে যেতে হবে। আপনারা যদি আরবি ভাষা জানেন তাহলে দেড় হাজার বছরের জ্ঞান ভান্ডার আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিবেন তারা একাডেমিক পড়াশোনায় গ্যাপ দিবেন না তাহলে মোটাদাগে আপনারই ক্ষতি হয়ে যাবে। আমাদেরকে জ্ঞান আহরণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তাহলে ভবিষ্যতে ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারবো।’

আয়োজকরা জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদেরকে সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ও জীবনের আদর্শিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।