ডেস্ক রিপোর্ট:
ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক আজাদ (৫৬) এবং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ (৫৫)।
আটক আজাদ জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের নিবাসী মৃত আসলামের ছেলে এবং এবাদুল্লাহ আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের আমান উল্ল্যাহর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার জিএমহাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল হক আজাদকে এবং আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে এবাদুল্লাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।












