কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দেবীদ্বারে হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩১, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি আওয়ামী লীগ নেতা আ. কুদ্দুসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত. মজু মিয়ার ছেলে। তিনি সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গ্রেপ্তার এজহারভুক্ত আসামি না হলেও তাকে ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আ. কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি।

ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।