কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে সবজির আড়ালে গাঁজা চাষ, আটক কৃষক

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩১, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিক্ষেতে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে এক কৃষককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বুধবার (৩০ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসন, বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের প্রদান করা খবরের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিম পাড়ার সবজিক্ষেত থেকে মো. দুলাল মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে গাঁজা গাছসহ আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, অভিযানের আগেই তিনি অতিরিক্ত গাছ সরিয়ে ফেলেছেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এক বাক্স গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

জানা গেছে, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে সবজিক্ষেতের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। তিনি মৃত মো. কালা মিয়ার ছেলে।

তার বাড়ি বুড়িচং উপজেলার বড়াইল পশ্চিম পাড়ায়। এ ঘটনায় কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোহাম্মদ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক বলেন, আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।