কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক হাতে লাল কার্ড, অন্য হাতে গাছের চারা— দেবিদ্বারে ২০০ শিক্ষার্থীর ব্যতিক্রমী শপথ

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৯, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কিনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা। সেই সঙ্গে গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও অপরাধকে ‘লাল কার্ড’ দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বরকামতা নলিণী শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না রানী কর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেদ ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন আয়োজকরা। এ সময় কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, আমাদের সংগঠনের সদস্যরা সবাই শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের টাকা জমিয়ে গাছের চারা কিনে সারা দেশে বিতরণ করছেন। এবছর আমরা ৫০ হাজার চারা বিনামূল্যে বিতরণের লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু গাছ লাগানোর গুরুত্বই বুঝছে না, বরং মাদক, বাল্যবিয়ে ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের দিয়ে শপথ পাঠ করানো হয়, মাদক নয়, গাছ লাগাই; অপরাধ নয়, দেশ গড়াই।