স্টাফ রিপোর্টার:
কেবল সততার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নগরীজুড়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লার এক তরুণ অটোরিকশা চালক। ভুলবশত যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন চৌধুরীপাড়া এলাকার অটোচালক অনিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়ে অটোরিকশায় টাকা ভর্তি ব্যাগ ফেলে চলে যান। কিছু সময় পর তিনি বিষয়টি টের পেয়ে অটোরিকশাটির খুজে আসলেও অটোরিকশাটি আর খুঁজে পাননি। এতো টাকা হারিয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান ওই যাত্রী। আশেপাশের এলাকাগুলোতে খুজতে থাকেন ওই অটোরিকশা চালককে।
প্রায় ৩০-৪০ মিনিট খোজাখুজির পর ওই যাত্রী যখন তার নিজ এলাকায় হতাশা নিয়ে ফেরেছেন ঠিক তখনি ওই যাত্রী তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কারণ যেই অটোরিকশা চালককে তিনি খুজতেছিলেন, সেইটা অটোরিকশা চালক অনিক নিজেই ব্যাগভর্তি টাকা নিয়ে এসে হাজির। অবশেষে সবার সামনে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় টাকা ভর্তি ব্যাগটি হস্তান্তর করেন।
অনিক জানান, ব্যাগ খুলে এত টাকা দেখে প্রথমেই বাবাকে ফোন দেই। বাবা বলছে যার জিনিস, তাকে ফিরিয়ে দে। হারাম টাকা নিয়ে বাঁচা যাবে না।’ এরপর আমি আবার ওই এলাকার আশপাশে ঘুরি এবং ব্যাগের মালিককে খুঁজে বের করি।
জানা গেছে, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশা চালক এবং পরিবারে সততা চর্চার ঐতিহ্য রয়েছে বহুদিন ধরে। ফলে বিপুল পরিমাণ টাকার প্রতি এক বিন্দু লোভও কাজ করেনি অনিকের মনে।
ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই বলছেন, অনিকের মতো সৎ মানুষরা সমাজের জন্য এক আশার আলো। এদের উৎসাহিত করা ও সম্মান জানানো আমাদের দায়িত্ব।












