কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৬, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মজিফুল ইসলাম মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন মফিজুল। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এরপর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

চান্দিনা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।