কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৪, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

এ সময় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, ‘গত বছরের ৪ আগস্ট এই জায়গাতেই ছাত্র-জনতার ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছিল। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এ ফলকে সব শহীদের নাম লেখা থাকবে। এ ছাড়া যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন সেসব স্থানে ‘রোড মেমোরি স্ট্যান্ড’ স্থাপন করা হবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘প্রতিবছরের ৫ আগস্ট এ জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।