কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ডন ৩’ তে চমক, ফিরছেন শাহরুখ-প্রিয়াঙ্কা?

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১২, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বলিউড পরিচালক ফারহান আখতারের নিয়ে আসছেন ‘ডন ৩’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং ও কিয়ারা আদবানি। সুখবর হচ্ছে এ সিনেমার হাত ধরেই নাকি আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও এসব এখনও সব জল্পনা।

হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই ‘ডন ৩’ এর জন্য পরিচালক যোগাযোগ করেছেন শাহরুখের এর সঙ্গে।

সিনেমার গল্প এবং চরিত্রের বিবরণ শুনে শাহরুখ নাকি রাজিও হয়েছেন কাজ করতে। যদিও এই মুহূর্তে কিং খান নিজের পরবর্তী সিনেমার জন্য ভীষণ ব্যস্ত কিন্তু ফারহানের বন্ধুত্বের কথা মাথায় রেখে তিনি এই ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে, এই ছবিতে হয়তো প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করতে পারেন। তবে ফারহান প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছেন কিনা বা প্রিয়াঙ্কা রাজি হয়েছেন কিনা সেই বিষয় নিয়ে এখনও কিছু জানা যায়নি।

‘ডন ৩’ এর অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এতে শাহরুখের বিপরীতে রণবীরের অভিনয় করার কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ট্রোল হতে থাকেন রণবীর। অন্যদিকে কিয়ারাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পিছিয়ে যায় সিনেমার কাজ।

যেহেতু এই মুহূর্তে রণবীর, শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারা প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত রয়েছেন তাই আপাতত এর শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।

১৯৭৮ চিত্রনাট্যকার সেলিম খান-জাভেদ আখতার জুটির হাত ধরে কাল্পনিক ‘ডন’ চরিত্রটি তৈরি হয়েছিল। সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়। সেবার ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। আসে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ নামের সিনেমা। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের।