কুমিল্লামঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি শিবিরের নতুন নেতৃত্বে মাজহার, সমন্বয়ক আবির

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৮, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির।

মঙ্গলবার (৮ জুলাই) এক সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা: ওসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মু. নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহীসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ছয় মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।