কুমিল্লারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ডায়িং মিলে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ১৬, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কদমতলী থানার ভাঙ্গাপ্রেস এলাকায় জেদ্দা ডায়িং মিলে কাজ করা সময় পড়ে গিয়ে রোলারের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম কামাল হোসেন (৪০)। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁরির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার উত্তর মাজদাইল গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে কামাল। শ্যামপুর লাল মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

কামালের স্ত্রী শাহানা বেগম জানান, তার স্বামী ওই মিলের শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মালামাল (কাপড়ের গাঁট) বহন করার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় রোলারের আঘাত পান। পরে সেখান থেকে বেলা ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’