কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
মে ২৪, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রতিবন্ধকতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) তো চলে যাবেন বলেননি।

তিনি (প্রধান উপদেষ্টা) বলেন, ‘‘আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বের ওপর নির্ভর করবে দেশের বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না’’।’

আজ দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়। বেলা ২টা ২০ মিনিটে সভাটি শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।