কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ আটক ৪

প্রতিবেদক
Palash Khandakar
মে ২১, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২১ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় পুলিশসহ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিমের অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন, একই গ্রামের বাসিন্দা রবিন, উপজেলার তালতলি গ্রামের বাসিন্দা জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা কাউসার।

অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ৪০টি সিমকার্ড, ১০টি মেমোরি কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

স্থানীয়রা জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ নানা অপরাধে জড়িত ছিলেন। অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। একই সাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।