কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চার বছরে তিন শীর্ষ নায়িকাকে যেতে হলো কারাগারে

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২২ মে শুনানির দিন ধার্য করেন। শুধু নুসরাত ফারিয়া এই প্রথম নন ঢাকাই সিনেমার ইতিহাসে এর আগেও একাধিক নায়িকা আইনগত জটিলতায় পড়ে জেলে গেছেন কিংবা পুলিশ হেফাজতে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিন শীর্ষ নায়িকার ক্ষেত্রে কারাগারে যাওয়ার ঘটনা ঘটলো।

এরা হলেন পরীমনি, মাহিয়া মাহি।

পরীমনি
২০২১ সালের আগস্টে র‍্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। প্রায় ২৭ দিন তিনি কারাবন্দি ছিলেন।

জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে।

মাহিয়া মাহি
২০২৩ সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়।

প্রায় ১১ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

২০২৫ সালের ১৯ মে কারাগারে পাঠানো হলো নুসরাত ফারিয়াকে।