কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ-নাহিদসহ ৪০ বিদেশি

প্রতিবেদক
Palash Khandakar
মে ৯, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করা হয়েছে। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিরাপত্তার স্বার্থে টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড়দের শুক্রবার রাতের মধ্যেই ইউএইতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ প্রায় ৪০ বিদেশি ক্রিকেটারকে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছেন, অন্যদিকে নাহিদ রানা পেশাওয়ার জালমিরের হয়ে টুর্নামেন্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন।

কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে নাহিদের সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার পর পিএসএলের একটি ম্যাচ স্থগিত করা হয়। এ ঘটনার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিদেশি ক্রিকেটারদের জরুরি বৈঠক হয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় টুর্নামেন্টটি পাকিস্তান থেকে ইউএইতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে পুনরায় ম্যাচ শুরুর তারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, পিসিবি ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করছে।

এদিকে, নাহিদ ও রিশাদের পাশাপাশি পিএসএল কাভার করতে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিক। তাদের নিরাপত্তার বিষয়টিও বিসিবি নজরে রেখেছে।