কুমিল্লাশনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতালির মন্ত্রীকে তাগিদ ঢাকার

প্রতিবেদক
Palash Khandakar
মে ৬, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশিদের অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানের জন্য ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসিকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে সুগম করতে এবং ইতালিতে বাংলাদেশী প্রবাসীদের কল্যাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সহযোগিতা, এবং উভয় পক্ষই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও ইতালির অভিন্ন ইচ্ছা প্রকাশ করে।