কুমিল্লাশনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার লাকসামে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
মে ৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে একটি ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে থেকে রেলওয়ে পুলিশ (জিআরপি) তার মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল নাকি বগির দরজার কাছে—তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ লাকসাম জিআরপি থানাকে খবর দেয়।

লাকসাম রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বলেন, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে কিশোরটি ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।