কুমিল্লাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের লোগো থেকে বাদ ‘নৌকা’

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১১, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের প্রক্রিয়া চলছে। সম্প্রতি নতুন ইউনিফর্মের ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং এখন লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বর্তমান লোগো থেকে পালতোলা নৌকার ছবি সরানো হবে বলে জানা গেছে।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের স্বাক্ষরিত একটি চিঠিতে লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন লোগো সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগোর নকশা সম্পর্কে জানানো হয়েছে যে, এতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ থাকবে। পাটপাতার টবে “পুলিশ” লেখা যুক্ত করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, যা ইতিমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।”

এ বিষয়ে জেলা ও ইউনিটগুলোকে তাদের পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের লোগো প্রথম পরিবর্তন করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে আরেকটি পরিবর্তন আনা হয়, যা এখনও ব্যবহৃত হচ্ছে। বর্তমান লোগোতে পালতোলা নৌকার উভয় পাশে গম ও ধানের শীষের মালা, নৌকার উপরে শাপলা ফুল এবং নিচে বাংলায় “পুলিশ” লেখা রয়েছে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট পুলিশ সদরদপ্তর এই বিষয়ে একটি ১০ সদস্যের কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।