কুমিল্লাসোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী আর নেই

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সাবেক সিনিয়র সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তারা জানান, শওকত আলী আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

শওকত আলী ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব থেকে সরকারি চাকরি থেকে অবসরে যান।

অবসর গ্রহণের পর, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকার সিভিল সার্ভিস কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

শওকত আলী বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “বাংলাদেশের সমকালীন ঘটনাপ্রবাহ” এবং “জেলা প্রশাসনের পরিবর্তনশীল দৃশ্যপট”।

৯ জানুয়ারি ২০০৭ সাল থেকে ৫ জানুয়ারি ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।