কুমিল্লাশনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে আইন বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে ১৭ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৮ তম আবর্তন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরষ্কার তুলে দেন আইন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেম এবং একই বিভাগের প্রভাষক সোহরাব হোসাইন। উক্ত টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ১৭ তম আবর্তনের আবু নূরে মুস্তাক, প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয় ১৮ তম আবর্তনের সিয়াম আহমদ এবং খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন একই বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও রাসেল আহমেদ।

আয়োজক কমিটির আহ্বায়ক মো. রাসেল আহমেদ বলেন, ‘আমাদের আইন বিভাগের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা এনে দিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে, যা সত্যিই প্রশংসনীয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। ভবিষ্যতে আমরা আরও এমন আয়োজন করার প্রত্যাশা রাখি’।

আয়োজক কমিটির সদস্য সচিব সিয়াম আহমেদ বলেন, ‘আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আইন বিভাগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। সবাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করতে সহযোগিতা করার জন্য। আমরা সিনিয়ররা হয়তো খুব বেশি দিন আর ক্যাম্পাসে থাকবো না।আশা করছি, আমাদের জুনিয়ররা এরকম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে’।

আইন বিভাগের চেয়ারম্যান মো. আলী মোর্শেদ কাজেম বলেন, ‘আইন বিভাগের উদ্যোগে আয়োজিত আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট আন্তঃব্যাচ সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ ধরণের সহশিক্ষা কার্যক্রমগুলো আরও বেশি আয়োজনে বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে এ সকল আয়োজন বৃদ্ধিতে বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে’।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ১৪ তম আবর্তন থেকে শুরু করে মোট ৫ টি ব্যাচ অংশগ্রহণ করে।