ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী রিয়াদসহ হাইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনসিএম আরও উল্লেখ করেছে যে মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাতাসের কারণে হালকা ধুলোঝড় এবং আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাইফ, মাইসান, আদহাম, আল আরদিয়াত, আল মুয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, পবিত্র নগরী, বাহরাহ, আল জুমুম, খুলাইস এবং আল কামিল অঞ্চল এই আবহাওয়ার প্রভাবে পড়তে পারে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র বৃষ্টিপাতপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, যেসব এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, সেখানে সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে জানুয়ারির শুরুতে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবে ব্যাপক বন্যা হয়েছিল। সেই বন্যার প্রেক্ষাপটে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র।