ডেস্ক রিপোর্ট:
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৯ কোটি ডলার (২.১৯ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৭১৮ কোটি টাকা। অর্থাৎ, জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা রেমিট্যান্স এসেছে।
জানুয়ারি মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ ভালো ছিল। ফলে এই মাসেও রেমিট্যান্সের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এভাবে ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট থেকে টানা ছয় মাস ধরে মাসিক রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের বেশি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে মোট ২১৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক) এর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় ৬৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।
তবে জানুয়ারি মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এগুলোর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি ব্যাংক যেমন হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রয়েছে।
এর আগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, যা ছিল ২.৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। একক মাস হিসেবে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনো আসেনি। এর আগের রেকর্ড ছিল করোনাকালীন ২০২০ সালের জুলাই মাসে, যখন ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশিরা মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত অর্থবছরের প্রথমার্ধে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮০ কোটি ডলার।