ডেস্ক রিপোর্ট:
টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এবার বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ে নেজামের আয়োজনে প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা আয়োজন করবেন সাদ অনুসারীরা। এই ধাপটি ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সাদ অনুসারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হবে।
তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর-পশ্চিম দিকে বয়ান মঞ্চ তৈরি করা হয়েছে। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, মুসল্লিদের সুবিধার্থে তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএও একটি ব্রিজ নির্মাণ করেছে। এছাড়াও, ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র্যাব।