কুমিল্লামঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব: আইন উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সংস্কারের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি এক বছরের মতো সময় পাওয়া যায়, তবে সংস্কারের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের মৌখিক সম্মতি পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য থাকলে ভবিষ্যৎ সরকার এই সংস্কারগুলো সহজে বদলাতে বা বাতিল করতে পারবে না।

তিনি আরও বলেন, উচ্চতর বিচার বিভাগকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যা ব্যবহার করে পূর্ববর্তী সরকার ফ্যাসিবাদী আচরণ করেছে। এর ফলে, দোষ প্রমাণিত না হয়েও অনেকেই দীর্ঘ সময় আটক ছিলেন।

তিনি বলেন, প্রতি পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা গেলে বিচার বিভাগকে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ থাকত না।

উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে অতীতে নিয়োগ দেওয়া হয়েছে। এ অবস্থার পরিবর্তনে তিনটি প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া নির্ধারণ করা হবে।