কুমিল্লাশুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৯, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশিত হয়েছিল, তা অনুসন্ধানের জন্য মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর পাঠাতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগের অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস ধরে দেশে লুকিয়ে ছিলেন বলে একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। তার অবস্থান কোথায় ছিল, তা সরকার জানত না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি না, তার কোনো প্রমাণ সরকারের কাছে নেই।