কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর তারিখ ঘোষণা করলো

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৭, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে, যা ভ্রমণের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং কার্যকর করবে। রোববার (১৭ ডিসেম্বর) রয়্যাল থাই দূতাবাস এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, তবে সোমবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু হবে বলে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে, এখন থেকে সরকারি পাসপোর্টধারীদের আর থাই ভিসার জন্য আবেদন করতে হবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পাবেন, তবে সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর থেকে এই সুবিধা পাবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে ভিসা প্রদান করা হবে।

আবেদনকারীরা https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে হবে।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তথ্য প্রদান করতে হবে।

ই-ভিসা চালুর ফলে, ঢাকার থাই ভিসা সেন্টারটি আগামী ২৪ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ইউএনবি