ডেস্ক রিপোর্ট:
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তাকে নাটকের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও দেখা যাচ্ছে।
কিছুদিন আগে সিলেটে একটি শো-রুম উদ্বোধনে অংশ নেন তিনি। বর্তমানে নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এছাড়া, তিনি সম্প্রতি স্কিন কেয়ার এবং কসমেটিকস পণ্যের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এবারই প্রথম বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।
এ বিষয়ে মাহি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি শোবিজ অঙ্গনে কাজ করছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমি কখনোই এমন কোনো কাজে যুক্ত হতে চাই না, যা আমার দর্শক-ভক্তদের আস্থার জায়গা নষ্ট করে। জেনে-শুনেই এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, এই যাত্রা সফল হবে।’
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মাহি বলেন, ‘সামনে ভালোবাসা দিবস আসছে, তাই বিশেষ কিছু নাটকের কাজ করছি। এর বাইরে কিছু সময়ের জন্য অন্য কোনো কাজে যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। পুরো সময়টাই এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি।’