কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও অল্প বয়সি যুবকের প্রেমে মালাইকা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা প্রায়ই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সৃষ্টি করেন, যা প্রায়ই তার ক্যারিয়ারের চেয়েও বেশি আলোচিত হয়ে থাকে। একাধিকবার গুঞ্জন সৃষ্টি হয়েছে তার জীবনে নানা পরিবর্তন নিয়ে। এর আগে, তিনি অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদ ঘটান। এরপর, তিনি ৫ বছর ধরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে ছিলেন, তবে এখন সেই সম্পর্কও শেষ হয়ে গেছে। আর এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী নতুন প্রেমে মজেছেন, যার নাম রাহুল বিজয়।

এদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করছেন। তবে, এপি ধিলোর সঙ্গে মালাইকার সম্পর্কের কোনো সত্যতা নেই। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যিনি কনসার্টে মালাইকার সঙ্গে উপস্থিত ছিলেন।

সম্প্রতি, রাহুল বিজয় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন— “দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল?” এরপর তিনি তাদের একসঙ্গে তোলা একটি মিষ্টি সেলফি শেয়ার করেন।

রাহুল বিজয় একজন ফ্যাশন স্টাইলিস্ট ও ফ্যাশন ডিজাইনে ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি বেশ কিছু জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সাবেক সম্পাদক, যেমন জিকিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলি। এছাড়াও, রাহুল বিজয় বিনোদন জগতের বেশ কিছু জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন, যেমন অভিনেত্রী সারা আলি খান, আলিয়া ভাট, সুনীল শেঠি, আথিয়া শেঠি, ভিকি কৌশল ও বেদাঙ্গ রায়না। চলতি মাসের শুরুতেই তিনি অর্জুন কাপুরকে জিকিউ মেন অব দি ইয়ার অ্যাওয়ার্ডের জন্য স্টাইল করেছিলেন।

২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু করা রাহুল বিজয় বর্তমানে ১৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। যদিও এখনো ৪০ বছর পূর্ণ হয়নি, মালাইকার চেয়ে বেশ কিছু বছর ছোট রাহুল।

এছাড়া, আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের আগেই অর্জুন কাপুরকে ডেট করতে শুরু করেছিলেন মালাইকা। তবে, চলতি বছরের অক্টোবর মাসে ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে অর্জুন কাপুর স্পষ্ট জানিয়েছিলেন, তিনি বর্তমানে সিঙ্গেল। এখন, মালাইকার জীবনে আরেকটি নতুন পুরুষের আগমন ঘটেছে, যা আবারও সংবাদ শিরোনাম হয়েছে।