ডেস্ক রিপোর্ট:
শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলার চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ইডি-র তদন্তে বলিউড অভিনেত্রী গহনা বশিষ্ঠ একাধিক অজানা তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে এবং একই সঙ্গে দাবি করেছেন যে, রাজ কুন্দ্রার সঙ্গে তার কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। তবে এখনো এই মামলার তদন্ত চলছে, এবং ইডি এই বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করছে। সম্প্রতি, এই মামলার তদন্তে গহনা বশিষ্ঠকে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।
জিজ্ঞাসাবাদের সময় গহনা জানিয়েছেন, রাজ কুন্দ্রার সঙ্গে তার সরাসরি কোনো দেখা হয়নি। তবে তার কাজের জন্য তিনি তিন লাখ টাকা করে পারিশ্রমিক পেতেন এবং উমেশ কামাথের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হতো।
গহনা আরও জানান, যেসব জায়গায় তিনি মিটিং করতেন, সেগুলোর দেয়ালে “ভিয়ান ইন্ডাস্ট্রিজ” লেখা দেখতে পেতেন। তিনি সেখানে রাজ কুন্দ্রা ও তার পরিবারের ছবি দেখতে পেতেন। যদিও তাদের মধ্যে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু সেই ছবিগুলি দেখে গহনার ধারণা হয়েছিল যে, “হটশট” অ্যাপটির মালিক রাজ কুন্দ্রা।
গহনা বলেন, “অফিসের দেয়ালে রাজ কুন্দ্রার ছবি ছিল। আমার মনে হয়েছিল, রাজ কুন্দ্রা যদি মালিক না হতেন, তবে তার ছবি কেন দেয়ালে থাকবে?”
এই মামলার তদন্তে নতুন দিক উঠে আসায় বিষয়টি আরও চাঞ্চল্যকর হয়ে উঠেছে। ইডি এখন বিষয়টি নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করছে।