ডেস্ক রিপোর্ট:
মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের অবস্থান অত্যন্ত খারাপ। তবে এই কঠিন সময়ে কোচ কার্লো আনচেলত্তি একটি সুখবর দিয়েছেন। ইনজুরি থেকে মাঠে ফিরছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।
গত ২৪ নভেম্বর লা লিগায় লেগানেসের মাঠে ৩-০ গোলে জয়ের সময় পুরো ম্যাচটাই খেলেন ভিনিসিয়াস। তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তখনও তার পায়ে চোটের কোনো লক্ষণ ছিল না।
এর পরদিন রিয়াল মাদ্রিদ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ভিনিসিয়াস পায়ের পেশিতে চোট পেয়েছেন। তারপর থেকে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ভিনিসিয়াসের অনুপস্থিতিতে, রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত হয়েছে। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারার পর, লিগে গেতাফে দলটিকে একই ব্যবধানে পরাজিত করে। এর পর, গত ম্যাচে লিগে তারা ২-১ গোলে হারে আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে।
আগামী শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে মাঠে নামবে। এ সম্পর্কে আগের দিন সংবাদ সম্মেলনে ভিনিসিয়াসের ফেরার সুখবর দেন আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, “ভিনিসিয়াসকে চোট থেকে সুস্থ হয়ে ফিরতে দেখে দারুণ লাগছে। এটা আমাদের আরও উৎসাহিত করবে। সে খুব ভালোভাবে সেরে উঠেছে। আগামীকাল ম্যাচে তার খেলতে না পারলেও, চ্যাম্পিয়নস লিগে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকবে।”