ডেস্ক রিপোর্ট:
ফুটবলে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। পুরো দলেই পরিবর্তনের ছোঁয়া লাগলেও তার সঠিক প্রভাব দেখা যাচ্ছে না। নতুন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে দুর্দান্ত শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে দলটা আবার ছন্দ হারিয়েছে।
চলতি বছর মহাদেশীয় টুর্নামেন্টেও বিশেষ কিছু করতে পারেনি ব্রাজিল। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়ে উরুগুয়ের কাছে হারের মুখ দেখেছিল। বছরের শেষ ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে হতাশাজনকভাবে ড্র করেছে সেলেসাওরা।
তবে পিছিয়ে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়টি ব্রাজিলের জন্য কিছুটা হলেও স্বস্তির। প্রথমার্ধে আক্রমণভাগের ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটেই গোল হজম করতে হয় তাদের। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দলটি। ম্যাচে দর্শনীয় দুটি গোলও উপহার দিয়েছে ব্রাজিল, যা ভক্তদের জন্য কিছুটা সান্ত্বনার ছিল। গোল পরিশোধের পর ব্রাজিলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখা গেলেও ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় বারবার হতাশ হতে হয়েছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণভাগ থেকে সাতটি শট নেওয়া হলেও প্রতিপক্ষ গোলমুখে ছিল কেবল একটি। মিডফিল্ডাররা বারবার সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডরা সেগুলো কাজে লাগাতে পারেনি। রাফিনিয়া, ইগর হেসুস ও ভিনিসিয়ুস একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছেন।
উরুগুয়ে অবশ্য রক্ষণে বেশ ব্যস্ত ছিল। ফেদে ভালভার্দের ফ্রি-কিক ছাড়া তাদের আক্রমণে উল্লেখযোগ্য কিছু দেখা যায়নি। লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধে ছিল গোলশূন্য। খেলা শেষেও কোনো দল জয়ের দেখা পায়নি। ফলে বছরের শেষটাও হতাশা নিয়ে পার করল ব্রাজিল।