কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে: আইন উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৯, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচারক নিয়োগ কোনো ব্যক্তির পছন্দ অনুযায়ী নয়, বরং এটি হবে একটি সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে। পাশাপাশি তিনি আরও জানান, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

তিনি বলেন, “আমার কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। ভুল হতে পারে, যোগ্যতা কম হতে পারে, কিন্তু কোনো অন্যায় করিনি। প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করেছি।”

আইন উপদেষ্টা আরও বলেন, “পতনের দুই-তিন দিন আগে শেখ হাসিনা নিজের পরিবার ও আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এখন দেশকে অস্থিতিশীল করার জন্য ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান—তিনি কেন কোনো কিছু না বলে পালিয়ে গেলেন?”