কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে: ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৮, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে। তাই তিনি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ নিয়ে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম, তিনি তার প্রজ্ঞার মাধ্যমে একটি নির্বাচনের রূপরেখা দেবেন। তবে, শেখ হাসিনা কোন কারণে পালিয়েছেন, সেটি তিনি বুঝতে পারেননি এবং আমাদের কথা শোনেননি।”

তিনি আরও বলেন, “আমরা এখনও পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে বসে আছেন এবং তারা আপনাকে সংস্কার করতে দেবে না।”

মির্জা ফখরুল আরও বলেন, “আবারও বলতে চাই, এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে চলে যায়। সেজন্যই আমরা বলছি, দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। কারণ, এই সরকার যতদিন থাকবে, ততই সমস্যা বাড়বে, কারণ এই সরকারের কোন ম্যান্ডেট নেই।”