ডেস্ক রিপোর্ট:
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে অনেক মামলা দায়ের হচ্ছে, যেখানে অনেক নির্দোষ ব্যক্তি আসামি হচ্ছেন। এই বিষয়টি নিয়ে তিনি বলেন, “আপনাদের সজাগ থাকতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলেছি, যারা এ ধরনের মামলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খারাপ লোককে খারাপ বললে সে নিজেই মামলা করে দেয়, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।”
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া, লে. জেনারেল জাহাঙ্গীর আলম আরও বলেন, “এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর যদি পুলিশ মামলা নেয়, তবে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে পুলিশ নিজে অনেক আসামি করত, তবে এখন সাধারণ মানুষ এসব মামলা দায়ের করে।”
মব জাস্টিস প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, “এ সমস্যা সমাধানে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, “আমরা হারানো আস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচারের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের সংবাদ প্রচার করে ভারতীয় গণমাধ্যম তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সবসময় সজাগ থাকতে হবে। আপনাদের সত্য রিপোর্ট দিতে হবে, আর যদি আমরা কোনো ভুল করি, আপনি তা প্রকাশ করবেন, আমরা সংশোধন করব।”
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “এবার অবশ্যই সুরাহা হবে, এখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে এবং আইজিপির নির্দেশে নতুন একটি টিমও গঠন করা হয়েছে।”
এ সময় বাংলাদেশ পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন।