কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন ২২ বছর বয়সী তারকা ফুটবলার

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৩, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জাতীয় দলের জার্সিতে নিজের প্রতিভা প্রমাণ করেছিলেন মার্কো আনগুলো। বিশ্বব্যাপী নিজের নাম ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ছিল তার। তবে মাত্র ২২ বছর বয়সে তিনি পরপারে চলে গেছেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো মারা গেছেন।

গত ৭ অক্টোবর একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন আনগুলো। প্রায় এক মাসেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করার পর, ১২ নভেম্বর, মঙ্গলবার, ইকুয়েডর ফুটবল ফেডারেশন আনগুলোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এই দুর্ঘটনায় আনগুলো মাথা এবং ফুসফুসে আঘাত পেয়েছিলেন। দুর্ঘটনার পরপরই তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হয়, এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে, ১১ নভেম্বর রাতে কিটোর একটি হাসপাতালে মারা যান তিনি। একই দুর্ঘটনায় আনগুলোর সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও প্রাণ হারিয়েছেন।

আনগুলো ২০২২ সালে ইকুয়েডর জাতীয় দলে অভিষিক্ত হন এবং দুটি ম্যাচ খেলেন। ২০২৩ সালের মার্চ মাস থেকে তিনি ইকুয়েডরের লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোর হয়ে খেলছিলেন, যাকে সিনসিনাটি মেজর লিগ সকার থেকে ধারে নিয়েছিল।

ইকুয়েডরের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন।