কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ খানকে খুনের হুমকি দেয়া আইনজীবী গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১২, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

গত কয়েক বছর ধরেই বলিউড ভাইজান সালমান খানকে খুনের হুমকি দেয়া হচ্ছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে হুমকি থেমে থাকেনি। কিছুদিন আগে, খুনের হুমকি দেয়া হয় বলিউড তারকা শাহরুখ খানকেও।

এবার, শাহরুখ খানকে হুমকি দেয়া সেই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশকে বিভ্রান্ত করতে চেষ্টা করছিলেন ওই আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে তার নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

শাহরুখ খানকে হুমকি দেয়া আইনজীবীর নাম মুহাম্মদ ফইজান খান। তিনি ছত্তীসগড়ের রায়পুরের বাসিন্দা। কিছুদিন আগে, মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি, যেখানে বলেছিলেন, ৫০ লাখ টাকা না দিলে শাহরুখ খানকে প্রাণে মেরে ফেলা হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের অবস্থান জানতে পারে। সে সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার ফোন চুরি হয়ে গেছে এবং মিথ্যা অভিযোগও করেছিলেন ২ নভেম্বর।

মুম্বাই পুলিশ তদন্তের জন্য ওই আইনজীবীকে হাজিরা দিতে বলেছিল, কিন্তু তিনি হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য) অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বলিউড তারকাকে খুনের হুমকি দেয়ার পর শাহরুখ খানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ সদস্য থাকে, আগে থাকতেন দু’জন।