স্টাফ রিপোর্টার:
বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগে কুমিল্লা বাগমারায় এবি ফুড কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক অবিযানটি পরিচালনা করেন।
মোবাইল কোর্টে, আদর্শ সদর উপজেলার উত্তর বাগমারা এলাকায় মেসার্স এবি ফুড প্রোডাক্টস-এর কার্যক্রম পরিদর্শন করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন পণ্যের জন্য লাইসেন্স নবায়ন না করার অভিযোগ ওঠে।
এসব অভিযোগে বিএসটিআই আইন ২০১৮-এর ২৭ ধারায় তাদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ফুডকালার, ফ্লেভার এবং অনুমোদনবিহীন ননফুডগ্রেড কালার ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে আরও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিতকরণের ওপর জোর দিয়ে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান এবং পরিদর্শক (মেট্রলজি) হাফিজুর রহমান।
বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের অনিয়ম দূর করে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।