কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে।

শনিবার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযানটি নিউ মার্কেটের সবজি, চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে পরিচালিত হয়।

অভিযানের সময় ভোক্তা-অধিকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, পাকা ক্রয় রশিদ সংরক্ষণ এবং পণ্যে নিষিদ্ধ উপাদান মেশানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়।

জেলা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।